Tuesday, 3 July 2018

ঈমান : 

ঈমান হলো ইসলামের প্রাণকেন্দ্র এবং পাঁচটি ভিত্তির কেন্দ্র বিন্দু। যার শাব্দিক অর্থ বিশ্বাস করা আর প্রচলিত অর্থ অদৃশ্য আল্লাহর অস্তিত্ব ও একত্বের উপর তাঁর রাসুল সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম এর কথায় বিশ্বাস স্থাপন করা। প্রকৃত ও পূর্ণ অর্থ হলো আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং আমলে সালেহ। অন্তরে দৃঢ় ঈমান না থাকলে শুধু মৌখিক স্বীকৃতি এবং আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মৌখিক স্বীকৃতিকে কার্যত বাস্তবায়নের নামই হলো ইসলাম।

No comments:

Post a Comment

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর দিচ্ছেন - (পড়ুন-শেয়ার করুন) মুফতি আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান Syed Mohammad Osiur Rahaman আল কাদেরী, অধ্যক্ষ- জামেয়া আহ...