Tuesday, 3 July 2018

ইসলাম সর্বশ্রেষ্ঠ কেন?

বিশ্ব ইতিহাসের ঊষাকাল হতে আজ পর্যন্ত যতো মতবাদের আবির্ভাব ঘটেছে তার মধ্যে ইসলামই সর্বশ্রেষ্ঠ বলে প্রমাণিত হয়েছে। কেননা একমাত্র ইসলামই মানুষের জাগতিক ও আধ্যাত্মিক উভয় প্রকার মুক্তিকে সুনিশ্চিত করতে সক্ষম হয়েছে। একমাত্র ইসলামের পক্ষেই সম্ভব হয়েছে সুষম বন্টন ভিত্তিক শোষণমুক্ত সমাজ ব্যবস্থার সাথে আপামর জনগণের পরিপূর্ণ গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের সমন্বয় সাধন করা। ইসলামই একমাত্র শাশ্বত কালজয়ী ব্যবস্থা। পৃথিবীর অন্য কোন মতবাদই এক-দুইযুগ বা দুই-এক শতাব্দীর বেশী স্থায়ী হয়নি। নৈরাজ্যবাদ, নাৎসিবাদ এক সময় পৃথিবীতে তুমুল আলোড়ন তুললেও আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত। সামন্তবাদ দাস সমাজ ব্যবস্থা আজ পৃথিবী থেকে বিলুপ্ত। এমনকি পুঁজিবাদ সমাজতন্ত্রও আজ মুমূর্ষ। কালের ঝাপটায় পরিবর্তিত হতে হতে এদের জন্মকালীন চেহারার কিছুই আজ অবশিষ্ট নেই। এরই বিপরীতে লক্ষণীয় যে, ইসলাম তার স্বকীয়তা ও মর্মবাণীর বিন্দুমাত্রও বিসর্জন না দিয়ে ১৪০০ বছরেরও বেশী সময় যাবৎ আপন মহিমায় টিকে আছে। অথচ ইসলাম ছাড়া অপর কোন ধর্মই মানুষের জন্য সুস্পষ্ট বা আর্থসামাজিক ব্যবস্থার সবুজ নকশা হাজির করতে পারেনি। সবচেয়ে বড় কথা, এটা সন্দেহাতীত রূপে প্রমাণিত যে, বিজ্ঞান ও প্রযুক্তির স্তর যাই হোক না কেন; বিশ্ব ও জাতীয় পরিস্থিতি ইজতিহাদ, কিয়াস ও ইজমার মাধ্যমে ইসলামের শাশ্বত বিধি-বিধান স্থান ও কাল নির্বিশেষে সমভাবেই বাস্তবায়িত করা সম্ভব। এই সার্বিকতা ও সার্বজনীনতা অন্য কোন ধর্ম বা মতবাদে আছে বলে কেউ জোর গলায় দাবী করতে পারেনি।

No comments:

Post a Comment

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর দিচ্ছেন - (পড়ুন-শেয়ার করুন) মুফতি আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান Syed Mohammad Osiur Rahaman আল কাদেরী, অধ্যক্ষ- জামেয়া আহ...